লেবেল

মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -২৩।। আশিস চৌধুরী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।





প্রেমের কবিতা -২৩

আশিস চৌধুরী




১.
এমনও দিন


এমনও দিন ছিল সেদিন আবীর রাঙা ঠোঁটে
এসেছ কাছে কয়েছ কথা লাজুক ভরা  চোখে
এমনও দিন ছিল সেদিন বসেছিলেম মাঠে
বুড়োরা সব আমার সাথে তোমাকে দেখে হাসে
এমনও দিন ছিল সেদিন জোছনা ভরা রাতে
কত যে কথা হল না শেষ রয়ে যা গেল মনে
কোথা সে দিন হল বিলীন ভাবি যে বসে বসে। 





২.
বাঁশি

সেই কবে হাতে তুলে নিয়েছি বাঁশি
তারপর নিশিদিন বাজাতেই থাকি
বাঁশির সুর শুনে অনেকেই এলো  
যার জন্য মনপ্রাণ উজাড় করে
বাঁশিতে সুর দিলাম
সেই রাধা তো এল না!







 আরও পড়ুন👇🏾👇🏾

❤️ *প্রেমের কবিতা পর্ব-২২* 
--------------------------
 *আজকের কবি *
    আশিস গিরি

https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_24.html



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন