প্রেমের কবিতা -২২
আশিস গিরি
১.
সমর্পন
আজ সারা রাত আমাকে ঘুম দাও ঢেউ,
তোমার গভীরে ডুবে আছে , সমর্পনের ধারা
তা আমাকে অবাধ্য বানালে ,
আমি সভ্যতার জীবাশ্ম দেখবো তোমার শরীরেই
পলাশী থেকে ফোর্টউইলিয়ামের পাশ বরাবর
ভাগীরথী গঙ্গা হয়েছে, মৌ তুমি ঢেউ হয়ে
অনন্তে ভাসাও আমার শরীর ভাঙা ত্যেজ ,
রাতপাখি জেগে আছে শৃঙ্গার কাতর,
আকাশ থেকে নমনীয় তারা খসে পড়লে,
তোমার কপালে পরাবো,
রাতজাগা শুরে তুমি ,' 'মম জীবন যৌবন....' গাও.
২.
বিকেল গড়াচ্ছে
বিকেল গড়াচ্ছে দেখো
কোনো এক টগর ফুলের গ্রাম
জোনাক আলোর আভা মেখে
কিশোরীবেলার দৌড়ে মেতেছে ,
কি যেন নাম একটি বাঁকের ?
কাঁঠালের গন্ধ মেখে যে মেয়েটি
এলোচুল ছড়িয়ে গেলো গায়ে
সে তুমি , লিচু ফুলের ডাকে
আমি বৈরাগ্য ছেড়েছি ,
এই গেঁও গেরস্থালির
তুমিই সান্নিদ্ধ চেয়েছো
না বলা কোথায় ,
এসো আজ রামি - চন্ডিদাস পড়ি
প্রথম দেখা চাঁদের আলোয় .
আরও পড়ুন 👇🏾👇🏾
💕 *প্রেমের কবিতা পর্ব-২১*
----------------------------------------
*আজকের কবি *
অজয় দেবনাথ
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_83.html
সুন্দর কবিতা।
উত্তরমুছুন