দুঃসময়ের কবিতা -২৭
শাহীন রেজা
নির্জনের চোখ
চাঁদ ভেঙ্গে নেমে এসেছে ছায়া
জোৎস্নায় ঠোঁট আঁকা এই অন্ধকারে
আমি ছুঁতে পারিনা প্রিয়তম জলের মুখ
আমাকে ছুঁয়ে ছুঁয়ে দূরে হারিয়ে যায় জোনাক এবং
রাত্রি শেষের নদীগুলো
করতল জুড়ে কবিতার আঁকিবুঁকি
একটাও কবিতা হয়না
বিষন্ন লতায় ঢাকা নির্জনের চোখ।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_11.html
✍🏻লেখা আহ্বান🙏🙏
"সব্যসাচী কবি বুদ্ধদেব দাশগুপ্ত " কবিতা সংখ্যা
✍🏾✍🏾বিষয় - চলচ্চিত্রনির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত
🙏✍🏾সদ্য প্রয়াত কবি, কথাসাহিত্যিক,চলচ্চিত্রনির্মাতা এবং অনন্য প্রতিভার অধিকারী বুদ্ধদেব দাসগুপ্তকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আপনি স্বরচিত কবিতা (২০লাইনের মধ্যে) ১৫ই জুন ২০২১' এর মধ্যে মেল বডিতে টাইপ করে পাঠিয়ে দিন।
ankurishapatrika@gmail.com এই ইমেলে।
✍🏻লেখাটি যেন মৌলিক ও অপ্রকাশিত হয়।
✍🏻কোনো রকম ছবি গ্রহণযোগ্য হবে না।
🙏আপনার এই সৃজন সম্মানের সঙ্গে অঙ্কুরীশা পত্রিকায় সব্যসাচী বুদ্ধদেব দাশগুপ্তকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
🙏ভালো থাকুন, সুস্থ থাকুন
নমস্কার
সম্পাদক, অঙ্কুরীশা
১০/৬/২০২১
বিঃদ্রঃ- সব্যসাচী বুদ্ধদেব দাশগুপ্তের চলচ্চিত্র নিয়ে বিশেষ গদ্য লিখেও পাঠাতে পারেন।
✍🏾✍🏾বুদ্ধদেব দাশগুপ্ত : ✍🏾✍🏾 জন্ম-০২/১১/১৯৪৪
মৃত্যু -১০/৬/২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন