লেবেল

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

দু;সময়ের কবিতা -২৬।। তাপস কুমার চট্টরাজ।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




দু;সময়ের কবিতা -২৬



তাপস কুমার চট্টরাজ




১.
এসো, গাছ হই


ধর, যদি গাছ হই, তখন তো
আমাকে সর্বংসহা হতে হবে।
তোমরা আমার ফুল ছিঁড়বে,
ডাল ভাঙবে,ফল খাবে, আমার শরীর থেকে রক্ত ও ঝরাবে।
 তবুও তো কিছু বলতে পারবো না।
আমি তোমাদের পুতিগন্ধ বাতাস আত্মস্থ করে মুক্ত বাতাস দেব‌
আমার ছায়া ঘেরা শান্ত শীতল কোলে তোমরা সুখে ঘুমাবে, পাখির কলকাকলিতে মুখর হবে আমার শাখা প্রশাখা।
আমি যখন আমার ফুলগুলো দিয়ে শিশু দের ডাকবো ,তারা আনন্দে হাততালি দেবে।
বড় ইচ্ছে করে জানো--
সেই অচেনা অনুভূতি গুলোর স্বাদ পেতে।
 তাই হোক - অনাবিল শান্তি আর স্নেহ খুঁজতে
 এসো, গাছ হই।







২.
এলোমেলো


টিপছাপ দিয়ে বাঁচিয়ে রাখি
সম্পর্ক। মাঝে মাঝে কথা বলি
আঙুলে। হৃদয়ের নির্যাস জমা
হলে , কখনো বা খেলি ঢেউয়ের
বিস্তারে । দহনপুষ্ট কালে নেচে
যায় অসহ্য বাতাস নাসারন্ধ্র ভেদ
করে। বিবর্ণ সময়ের কাছে নত হয়
আকাঙ্ক্ষা গুলি বিষণ্ণতায়।
বিন্যাস ভেঙে এলোমেলো ঐক্যতান।







আরও পড়ুন 👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_11.html







✍🏻লেখা আহ্বান🙏🙏
----------------- --
"সব্যসাচী কবি বুদ্ধদেব দাশগুপ্ত " কবিতা  সংখ্যা 

✍🏾✍🏾বিষয় -   চলচ্চিত্রনির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত 


🙏✍🏾সদ্য প্রয়াত কবি, কথাসাহিত্যিক,চলচ্চিত্রনির্মাতা  এবং  অনন্য  প্রতিভার  অধিকারী  বুদ্ধদেব দাসগুপ্তকে   শ্রদ্ধাঞ্জলি  জানিয়ে আপনি  স্বরচিত  কবিতা (২০লাইনের মধ্যে) ১৫ই জুন   ২০২১' এর মধ্যে মেল বডিতে  টাইপ  করে  পাঠিয়ে দিন। 
ankurishapatrika@gmail.com   এই ইমেলে। 

✍🏻লেখাটি  যেন মৌলিক ও  অপ্রকাশিত হয়। 

✍🏻কোনো রকম  ছবি গ্রহণযোগ্য   হবে না।

🙏আপনার  এই সৃজন সম্মানের সঙ্গে অঙ্কুরীশা পত্রিকায় সব্যসাচী  বুদ্ধদেব দাশগুপ্তকে শ্রদ্ধাঞ্জলি  জানানো হবে। 


🙏ভালো থাকুন, সুস্থ থাকুন 
নমস্কার 

সম্পাদক, অঙ্কুরীশা 
১০/৬/২০২১



বিঃদ্রঃ- সব্যসাচী  বুদ্ধদেব দাশগুপ্তের চলচ্চিত্র    নিয়ে বিশেষ  গদ্য লিখেও পাঠাতে পারেন।


✍🏾✍🏾বুদ্ধদেব দাশগুপ্ত : ✍🏾✍🏾 জন্ম-০২/১১/১৯৪৪
মৃত্যু -১০/৬/২০২১




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন