লেবেল

বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

আজকের কবিতা।। নদী তুমি জানো ? — আরণ‍্যক বসু।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 







আজকের কবিতা 


নদী তুমি জানো ?

  আরণ‍্যক বসু




( জমিন তলা আসমান উপর , 

নাকি আসমান জমিন সব বরাবর ?

জলের উপর পানি না পানির উপর জল ? 

বল খোদা বল খোদা বল—

             লালনগীতি )


জল আর পানি, পানি আর জল,

স্রোতস্বিনীর ঢেউ ছলছল।


আমাদের পানি, আমাদের জল...

লালনের গানে রবি চঞ্চল।


এই হাতে জল,ওই হাতে পানি,

মেঘ বৃষ্টিতে কত জানাজানি!


এপারে ওপারে গানে, প্রাণে, টানে,

জল আর পানি সব কিছু জানে।

সবটুকু জানে, নিশ্চিত জানে--

সম্প্রীতি হল জীবনের মানে।


জলের বাড়িতে এসেছিলো পানি,

পানির কুটির বসেছিলো জল ;

একতারা, দোতারার কানে কানে--

সদালাপী ঢেউ , ঢেউ-উচ্ছল ...


গন্ধরাজের সুবাসে আকাশ

সূর্য দেখার আবেগে অতল,

হাতের সঙ্গে হাতের সেতু যে--

অত সহজে কি হয় দুর্বল ?


জলেতে পানিতে কলকল ভোরে,

আঁধারের বেলা যাবেই তো সরে।


মুছে যাক ভয়,মরণের খেলা,

পানি আর জলে বয়ে যায় বেলা...


নদী তুমি জানো ,পানি আর জলে-

রবি-নজরুল, সব লোকে বলে।

সব লোকে জানে,সব লোকে বলে-

সেই ছায়াতেই এসো দলে দলে...


নদী তুমি জানো?

নদী,তুমি জানো!







🙏সবাইকে জানাই শুভ অক্ষয়তৃতীয়া ও ঈদের শুভেচ্ছা। 

সপরিবারে সবাই খুব ভালো থাকুন প্রিয় বন্ধুরা- সারাদিন...সারা বছর... সারা জীবন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন