লেবেল

শুক্রবার, ১৪ মে, ২০২১

আঞ্চলিক কবিতা ।। ভালায় রও, সুখে রও — তারাপদ পান্ডা।। Ankurisha ।E Magazine ।।Bengali poem in literature ।।

 





আঞ্চলিক কবিতা 



ভালায় রও, সুখে রও

তারাপদ পান্ডা 



বাবা পাকা কথা করতে যাবার পরে মনটাকে থির রাখতে পারথিলিনি।


ভাই যাইচে ধান কুটতে।

চারটা মজুর কাঠ চিরেটে।

মা আর দাদার সাথে লিস্ট বানাইটি।

প‍্যান্ডেল , মাইক, ডাইনামা,গাড়ি সব বানকিয়া দিয়া হইচে।


বাবা পাটভাঙা ধুতি পরি যাইচন।

মিষ্টির হাঁড়ি আর নুতন কাপড় লি করি। পাকা বন্ধুত্ব করতে।

সারাদিন কত কি আকাশ পাতাল স্বপ্ন দেখলি।নিজের অজান্তে চেঁচি করি গান গাই উঠলি। ছোটবোনটা মুহে হাতচাপি হাসি উঠলা।

মুই লজ্জা পাইলি।


বে'ঘরের সব আয়োজন যখন পাকা, সন্ধ‍্যাবেলা বাবা ঘুরি আইলন। এক মু' আঁধার লি করি।

মা কাঁদি উঠলন।


ডলির বাবা মোর চে ভালা ছেনার সাথে ডলির বে'র ঠিক করচন। ছেনা ইস্কুলে পিয়নের কাজ করে।

সরকারি চাকরিয়া।


রাতে মুই মনেমনে বিস্তর কাঁদলি।


সত‍্যি ত , মুই বেকার।

তবুও কইলি, ভালায় রও ডলি, সুখে রও...










এই বিভাগেও আপনিও মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান। 

ankurishapatrika@gmail.com


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন