লেবেল

সোমবার, ৩ মে, ২০২১

কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -১৪।। গৌতম হাজরা।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 









 কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -১৪

গৌতম হাজরা



শান্তিনিকেতনের রাতে


কোপাইয়ের জল আর তোমাকে ছোঁয়া না
রাঙামাটি থেকে আজ তোমার অবসর, 
এখন ছাতিম ফুল ফোটে কি জ্যোৎস্নায়? 
এখনও কি শোনো তুমি পাখির কলরব? 

তোমার কথা কি আজ ভুলতে বসেছি? 
কাল থেকে মন বড় বিষন্ন হয়েছে, 
মুক্ত বাতাসে নেই একতারার সুর
ভুবনডাঙ্গা আজও অপেক্ষায় রয়েছে। 

তোমাকে ঘিরেই এই জন্ম যাতায়াত
নরম অপেক্ষা ঘিরে রোজ সন্ধ্যা নামে, 
আলো বাতাসের সাথে সাঙ্গ হয় কথা
ছায়াকাল পেরিয়ে কেউ এখানে কি থামে? 

এবার বর্ষাশেষে দূর ওই মেঘেদের পাশে
দেখা হবে ঠিক পুনর্বার, 
উথালপাথাল হবো শান্তিনিকেতনের রাতে
তোমার গানের সুরে ভাসবো আবার! 








আরও  পড়ুন 👇👇



https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_99.html




1 টি মন্তব্য:

  1. খুব আন্তরিক, ভেতর থেকে উঠে আসা বিলাপ যা শেষে আশার ঢেউ তোলে। বেশ ভালো লাগলো।

    উত্তরমুছুন