লেবেল

রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

প্রয়াত কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষঃ শ্রদ্ধা ও স্মৃতিচারণে— বীথি চট্টোপাধ্যায়।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 





প্রয়াত কবি ও  প্রাবন্ধিক শঙ্খ ঘোষঃ

শ্রদ্ধা ও স্মৃতিচারণে— বীথি চট্টোপাধ্যায় 



শঙ্খ ঘোষ প্রয়াত এই কথাটি অবিশ্বাস্য লাগছে এখনও। তাঁর নতুন নতুন কবিতা আর পড়তে পারবো না।  বাঙালি আজ হারালো এক আন্তরিক পিতৃতুল্য স্নেহময় মানুষকে। অনেক কিছু শিখিয়ে গেলেন। সেসব কথা যেন আমরা মনে রাখতে পারি। বাকি রইল আরও অনেক কিছু শেখা। আমাদের মত তুচ্ছ মানুষ তর্ক করলেও উনি রেগে যাননি। আমাদের অন্য মত থাকলেও সেই ভিন্নমতের জন্য আমারা ওঁর স্নেহ থেকে বঞ্চিত হইনি। উনি ক্লাসরুমে যেমন শিখিয়েছেন, ক্লাসের বাইরেও শিখিয়েছেন তেমনি। তাঁর নিজের জীবনই ছিল যেন একটা রঙিন ক্লাসরুম। শাসন নয়, আনন্দই যে ক্লাসরুমের শেষকথা ছিল। সেই ক্লাসরুম আজ থেকে বন্ধ হয়ে গেল। পড়ানো থেকে ছুটি নিয়ে তিনি চলে গেলেন আজ। শূন্য ক্লাসরুমে আমরা এখন বসে থাকব বাকি জীবন।





তাঁকে প্রণাম জানিয়ে  শ্রদ্ধা নিবেদিত কয়েকটি  লাইন:


শ্রীচরণকমলষু 


হৃদকমলে লেগেছে আজ চরাচরের ধুম

বন্ধ হোল শঙ্খ ঘোষের রঙিন ক্লাসরুম। 

#

চলে গেলেন পড়ানো থেকে হঠাৎ ছুটি নিয়ে

গলির মোড় দাঁড়িয়ে আছে একলা হয়ে গিয়ে।

#

ক্লাসরুমটা ফাঁকা সেখানে হাজার মুখ ছাওয়া

শূন্য চেয়ার; অজস্র বই, যাওয়া তো নয় যাওয়া।





আরও  পড়ুন 👇👇👇






https://wwwankurisha.blogspot.com/2021/04/blog-post.html




২টি মন্তব্য: