কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি- ৭
দীপঙ্কর সরকার
১.
রবীন্দ্র স্মরণ প্রতিদিন সূর্যের এই আলোয় জেগে ওঠা
প্রতিটি ভোরেই চলে পাঠ রবীন্দ্র কবিতা ।
সবার হৃদয়েই তুমি মননে ও গানে প্রতিটি
পদক্ষেপেই তুমি আছো , তোমার প্রতিভা ।
জলে স্থলে অন্তরীক্ষে যেখানেই যাই
তোমার কথাই উদিত হয় শয়নে স্বপনে ,
তুমি ছাড়া এক পাও চলা যায় না তোমার
উপস্থিতি সর্বত্রই দিবানিশি রাত্রি জাগরণে ।
তুমি ছাড়া বাঙ্ লা তথা বাঙালি মনীষা
যায় না ভাবা , সূর্যের আলোক রেখায়
তুমি আছো , সাত সমুদ্র তেরো নদী পার --
নগরে বিজনে আছো আর্ত পীড়িতের সেবায় ।
২.
আলাপচারিত
ব্যক্তিগত আলাপ সেরে পাখিরা যে যার বাসায়
এখন , গাছের পাতারা ক্রমশ হলুদ । নীল জ্যোৎস্নায়
নক্ষত্র লোক কেমন দ্বিধাহীন !
মহাজাগতিক পথে ধৃসর ছায়ারা থেকে থেকে রং
বদলে এখন মায়াময় অতল গভীর । হাওয়াদের
সমাজে এর প্রভাব পড়েনি এতটুকু ।
মেঘেরা ও আজ বড় বেশি শান্ত ও সসীম , কোথাও
উপদ্রব নেই কোনো মিটিং কিম্বা মিছিল -- মেঘ ও
রোদ্দুর পরস্পর ব্যক্তিগত আলাপে ব্যস্ত এখন
মুখোমুখি নীরব নিশ্চুপ ।
---------------------------------------------------------------------------------------------
এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান।
ankurishapatrika@gmail.চম
--------------------------------------------------------------

বাহ্। সুন্দর দুটি কবিতা।
উত্তরমুছুন