এই সময়ের কবিতা
মোবাইল পেলে
শংকর দেবনাথ
মোবাইল পেলে
সবকিছু ফেলে
সময়টা কাটে ভাল
গেম খেলে খেলে ৷
টেম্পল রানে
মন শুধু টানে
দেখে বুঝে পথ খুঁজে
খেলি সাবধানে ৷
ফিরি ফায়ারেতে
মনে ওঠে মেতে
গুলি করে তুলি মজা
যেতে যেতে যেতে ৷
আরো কত খেলা
খেলে যায় বেলা
মাঠ থেকে ঘরই ভাল
নেই কো ঝামেলা।
খেলা শেষ করে
কিছুক্ষণ ধরে
কার্টুন দেখি আর
হেসে যাই মরে।
তবে মোবাইলে
আমি হাত দিলে
তোমরা কেবল বকো
সক্কলে মিলে!
বাজে যদি হবে
মোবাইল তবে
তোমরাও সারাক্ষণ
কেন ডুবে রবে?
হয় শুধু দোষী
এ'নন্দ ঘোষই
তোমরা কেষ্ট সেজে
মজা করো বসি।
আরও পড়ুন 👇👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_10.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন