লেবেল

রবিবার, ৭ মার্চ, ২০২১

আন্তর্জাতিক নারী দিবস।। ভগবান এবং একজন নারী — করবী ডেকা হাজরিকা।। মূল ভাষা—অসমিয়া ভাষান্তর — বাসুদেব দাস।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 



আন্তর্জাতিক নারী দিবসের কবিতা 

ভগবান এবং একজন নারী

করবী ডেকা হাজরিকা

মূল ভাষা—অসমিয়া 

ভাষান্তর — বাসুদেব দাস




একদিন মাঝরাতে

প্রচণ্ড তুফান আর বৃষ্টি হয়েছিল

সেই সময় আমার ভগবান

নিরাশ্রয় হয়ে উঠোনে ভিজছিলেন,

তিনি ভয় পেয়েছিলেন

কারণ রাতটা ছিল অন্ধকার,

কিছু অপরিচিত পদক্ষেপও ধীরে ধীরে

এগিয়ে আসছিল ।

আমি তাকে মন্দিরে নিয়ে গেলাম।

কিন্তু সেখানে কোলাহল ছিল

মসজিদে নিয়ে গেলাম

সেখানে ঠাণ্ডা ছিল

কোথাও পেলাম না

মনের মতো আশ্রয়।


ভগবানকে সঙ্গে নিয়ে রাতটা ঘুরে বেড়ালাম

সাধু সন্তের ডেরায়,

ঘুরে বেড়ালাম ভগবানের ঘর বলে পরিচিত সমস্ত

পবিত্র ধামে।

তারমধ্যে কয়েকটিতে অবশ্য প্রবেশ করিনি

কারণ আমি নারী

সমস্ত পুণ্য মন্দিরে

প্রবেশ অধিকার আমার নিজেরই নেই।

ভগবান বললেন-ঘুরে ঘুরে ক্লান্ত লাগছে

আর কোথাও যাব না

আমাকে মানুষের মধ্যেই জায়গা করে দাও।


হে ভগবান ! কোথায় রাখব তোমাকে?

নিজের আশ্রয় নিয়ে নিজেই বিব্রত

আমি কেবল একজন সাধারণ নারী।


রাখ তোমার অন্য কোনো পরিচিতের সঙ্গে--

বৃষ্টিতে কাঁপতে থাকা ভগবান বললেন।


অনেক ভাবলাম ।

একজন নারী হয়ে কোন জায়গায় আমি দিতে পারি

চরম আশ্রয়

পিতা-মাতার কাছে?

না,তাদের আঙ্গুলের ইশারায়

হারিয়েছি নিজেরই নিজস্ব পরিচিতি

তাহলে আমার স্বামী?

না,তিনি নিজেই একজন

সমাজ বানিয়ে দেওয়া ভগবান

সেখানে আমি নিজেই আশ্রিত।

এই ঝড় বৃষ্টির রাতে এই অসহায় ভগবানের জন্য

জায়গা কোথায়?

তখনই আমার ছোট্র শিশুটি ঘুমের মধ্যে ডেকে উঠল

মা! তুমি কোথায়?

তুমি না থাকলে ভয় লাগে মা।

সঙ্গে সঙ্গে আমি

বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা 

খুঁজে পেলাম।

আমার সন্তানের বালিশের কাছে 

ভগবানকে শুইয়ে দিলাম

এখন আমি সারা জীবন

তাকে ঘিরে থাকব

সমস্ত অশুভ থেকে বাঁচিয়ে রাখব।


মাতার চেয়ে সতর্ক রক্ষক

ভগবানেরও কি আছে।




কবি পরিচিতি-১৯৫৩ সনে নাগাল্যাণ্ডে জন্ম।কবিতা ছাড়াও তিনি উপন্যাস,ভ্রমণ কাহিনি,সাহিত্য সমালোচনা,ভ্রমণ কাহিনি লিখেছেন।বসন্ত বরদলৈ পুরস্কার,প্রবীণা শইকীয়া পুরস্কার এবং কাব্য হৃদয় সম্মানে সম্মানিত হোন।দীর্ঘকাল ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে অসমিয়া বিভাগের সঙ্গে অধ্যাপনার সূত্রে জড়িত ছিলেন।প্রকাশিত গ্রন্থ অসমিয়া সাহিত্যে রূপ-রস,তুলনামূলক সাহিত্য এবং অনুবাদ কলা,চুলি না বান্ধিবা যাজ্ঞসেনী,পরীর বাঁহী,এমুঠি সোনালি তরা,গানর পাখী ইত্যাদি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন