লেবেল

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ১৭।। বাবা তুমি — গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


             ।।  প্রতিদিন বিভাগ।। 

      ।।  নভেম্বর সংখ্যা।। 

      ।।  বিষয় - বাবা— ১৭।।




 বাবা তুমি

গোবিন্দ মোদক


যতো চাওয়া বাবার কাছে 

বাবা মানে পাওয়া, 

অভিমান আর আবদারে 

খুশির গান গাওয়া।


জীবনপথে হাতটা বাবার 

শক্ত করে ধ’রে, 

চিনেছি কতো ভালো-মন্দ 

জীবনটাকে গ’ড়ে।


বাবার নিজের ছেঁড়া গেঞ্জি 

আমার নতুন জামা, 

তখন থেকেই গড়ছো আমায় 

দিচ্ছি যখন হামা।


বাবা মানে এই পৃথিবীর 

নতুন সূর্যোদয়, 

বাবা তুমি সকাল-বিকাল 

দিচ্ছ বরাভয়।


বাবার কঠিন-কোমল হাতেই

সন্তানেরা গড়া,

বাস্তবকে যে চেনাও তুমি 

চেনাও বসুন্ধরা।


বাবা তুমি — “বটবৃক্ষ” 

আমার জীবন জুড়ে, 

আমার যতো হাসি-কান্না 

শুধুই তোমায় ঘিরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন