দৌড়
মানস মুখোপাধ্যায়
বাবার দেওয়া খেলনাগুলোর কথা
আজ খুব মনে পড়ে,
স্নেহগুলো আজ আবর্জনার স্তূপে ,
দস্যিপনায় টুকরো টুকরো অংশগুলো
ওজন দরে বিক্রি হয়ে গেছে সেই কবে---
তবুও স্মৃতি পাতা থেকে ঝরে যায় নি
সেই কালের অতলে তলিয়ে যাওয়া
দিনগুলির কথা,
বাবার ব্যাটন হাতে নিয়ে
এখন আমি দৌড়াচ্ছি বাবার পথ ধরে --

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন