লেবেল

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ১৯।। বাবা এক বটবৃক্ষ— দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



             ।।  প্রতিদিন বিভাগ।। 

      ।।  নভেম্বর সংখ্যা।। 

      ।।  বিষয় - বাবা— ১৯।।



 বাবা এক বটবৃক্ষ

দীনেশ সরকার

 

বাবা যে এক বটবৃক্ষ

ঝঞ্ঝা-দুর্বিপাকে

বুক চিতিয়ে শির উঁচিয়ে

ঠিকই অটল থাকে।

 

আপদ-বিপদ যতই আসুক

নির্ভিক অবিচল

পরিবারের বাঁধনটাই তার

শক্তি এবং বল।

 

সবার ভালো ভাবতে ভাবতে

নিজের ভালো রুদ্ধ

তার ছোঁয়াতে বিরাজ করে

শান্তি পরিশুদ্ধ।

 

বাবা যে এক উদার আকাশ

বিপুল ভালোবাসা

রোপন করে সন্তান বক্ষে

স্বপ্ন এবং আশা।

 

বাবা যে এক অটল বিশ্বাস

প্রতি শ্বাস-প্রশ্বাসে

অতন্দ্র প্রহরী সে যে

সন্তানেরই পাশে।

 

বৃদ্ধ বয়সে সেই বাবাই

চোখের জলে ভাসে

সন্তান গৃহে হয় না তার ঠাঁই

কাটায় বৃদ্ধাবাসে।

 

কিংবা থাকে বোঝা হয়ে

বড়ই অনাদরে

অবহেলায় দিন কাটে তার

শুধুই অশ্রু ঝরে।

 

কখনো হয় ভাগের বাবা,

লজ্জা অপমানে

অদৃষ্টেরই লিখন ভেবে

কালের ঘানি টানে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন