লেবেল

শনিবার, ২১ জুন, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৪।। রথের রচনা — মানস মুখোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


  


  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৪।।



রথের রচনা  

মানস মুখোপাধ্যায় 


পাড়ার রথ---

রথ দেখতে যাবো আর কলা বেচবো না ,

তাই কি হয়!

পাড়ার বন্ধুরা সহমত পোষণ করে স্হির হলো 

এবার আমরা ঘুগনির দোকান দেবো,

উদ্বৃত্ত অর্থ পাড়ার পূজোতে ব্যয় করবো,

আমাদের রথ কাঁধে বয়ে নিয়ে যেতে হয়

থাকে না জগন্নাথের পরিবার!

থাকে রাধাকৃষ্ণ!

বিস্মিত হলেও এটাই সত্য !

ঘুগনি বেচা প্রায় শেষের পথে 

চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে,

বদবুদ্ধি মাথায় খেললো!

নিয়ে আসা হলো গরম জল 

মেশাতেই ঘুগনির উচ্চতা বাড়লো!

মানুষের খাওয়ার চাহিদা মিটলো 

তবু যেন মনে খচখচ রয়েই গেলো,

ভাবলাম এভাবেও মানুষকে 

বোকা বানানো যায়!

আমার কথাটি ফুরালো নটে গাছটি মুরোলো!






______________________________________

1 টি মন্তব্য:

  1. ইস তুমি এমন সব কান্ড কর!!!! ভাগ্যিস নোটে গাছটি মুড়োলো, কিন্তু আমার চারপাশে যা অবস্থা তাতে নোটে গাছ মুড়িয়ে যাওয়ার কোন লক্ষণ নেই। আর রথ দেখা চপ বেচার ট্রাডিশন সমানে চলেছে।

    উত্তরমুছুন