অমর একুশে -১৪
সঞ্জয় রায়
একুশের কবিতা
আশ্চর্য,যা কিছু লিখতে চাই আজকাল,সব যেন একুশের গোড়ালির কাছে ঘুরিয়ে ফিরিয়ে ঝরে পড়ে।একে কি উৎসর্গ বলে? তর্পণ বলে? বহ্নি যোগ বলে? কোনদিন চিনিনি তাঁকে অথচ দেখেছি বহুবার,কালো থেকে ক্রমাগত সাদা চুল,সরু থেকে বড় নখ,ক্লান্ত বলিরেখা,সব আস্তে আস্তে দেখেছি পরিণত পৃথিবীর চেনাপথ, অলিতে গলিতে, হঠাৎ বিসর্জনে মনে হয় কত চেনা ছিল...
রফিক, জব্বার,শফিউল,সালাম,বরকত ওইসব মৃত বন্ধুরা বলতে পারো তোমরা যাবার আগে কতদিন একটানা তোমাদের নখ কাটোনি?
সত্তর বছর পর পুরোনো বন্ধুর সাথে কথা হল কাল। সত্তর বছর পর,পরপর মৃত্যুর জন্মের খবর, ঘুমের ভিতর সহসা ভেসে ওঠা অস্পষ্ট কোনো শব্দের মতো একুশের চলে যাওয়া...
আশ্চর্য,যা কিছু লিখতে চাই আজকাল,সব যেন ঘুরিয়ে ফিরিয়ে পৃথিবীর একুশের পায়ের কাছে ঝরে পড়ে। যতবার নখ কাটি, যতবার স্লেটের পাঁজরে লিখি জন্মভূমির কাঙ্ক্ষিত হরফ, মনে হয় হয়তো বা আরো কিছুদিন অংশত বেঁচে থাকবো,হয়তো বা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন