।। প্রতিদিন বিভাগ।।
।।জুন সংখ্যা।।
।।বিষয় -' রথযাত্রা'—১০।।
রথ দেখা কলা বেচা
মুক্তি দাশ
এককাঁদি কলা নিয়ে
তুতুলের বোনঝি
রথের মেলাতে বসে
পেতে শতরঞ্জি।
"কে কে নিবি কলা ভাই,
বল্ ক'ডজন চাস?
এক ডজনের দাম
পুরোপুরি পঞ্চাশ।
তবে যদি বেশি নিস,
পেয়ে যাবি সস্তায়..."
রথ দেখা কলা বেচা -
নেই কোনো দোষ তায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন