লেবেল

রবিবার, ২২ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৫।। রথের ঠাকুর —পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


 

  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৫।।


রথের ঠাকুর

পুষ্প সাঁতরা


রথের ঠাকুর ঠাকুর রথের
নামটি বলো খোকা
পা নেই তাঁর হাত নেই তাঁর
সাজবে নাকি বোকা

চলো তবে রথের মেলায়
দেখতে তুমি পাবে
পাঁপর জিলিপি মাটির পুতুল
স- ব ই পাওয়া যাবে।

হেঁইও বলে রথের রশি
জোরসে দাও টান
দেখবে তখন গড়গড়িয়ে
বাধা হবে খান খান

মধ্য মনি রথের মাঝে
দাদা- বোন দু পাশে
পলক হীন চোখের মনি
সোহাগ করে থাকে।

বলতে পারি আমি দিদুন
জানো কি তাঁর নাম?
চারটি দ্বারই  প্রবেশ পথ
জগন্নাথের ধাম।

সাগর তীরে থাকেন তিনি
অনন্ত তাঁর চোখ
লুকিয়ে রাখেন হাত দু'খানি
হৃদয় স্বর্ণ লোক।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন