লেবেল

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। বাঙালি ও পহেলা বৈশাখ— ১০।। নতুন বছর, নতুন ইচ্ছা — বিশ্বজিৎ রায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।। প্রতিদিন বিভাগ।। 

      ।।  এপ্রিল সংখ্যা।। 

। বাঙালি ও পহেলা বৈশাখ— ১০।। 





নতুন বছর, নতুন ইচ্ছা  

বিশ্বজিৎ রায় 


পুড়তে পুড়তে ঘরে এলো আবার নতুন বছর
সবার কাছে জানতে চাইল কার কী নতুন খবর ---
যথাযোগ্য আয়োজনে করলাম  তাকে বরণ ,
পোলাও-মাংস, নতুন জামায় হলো উদযাপন 

কথার ফাঁকে  ফর্দ লিখে দিলাম হাতে গুঁজে 
বাড়বাড়ন্ত যা আছে সব বললাম খুঁজে খুঁজে---
সদলবলে আর্জি নিয়ে দিলাম স্মারকলিপি, 
চাকরি বাকরি দাওগো একখান,নয়তো  টাকার ঢিবি

অনেক মুখের অনেক কষ্ট দেখি চারিদিকে 
তাদের যেন হাসি ফোটে, ভাগ্য ছিঁড়ুক শিকে---
সবাই যেন দিনের শেষে দু মুঠো পায় ভাত
সবার যেন মাথায় থাকে এক চিলতে ছাদ

আরও বললাম, এই বছরে গরম যেন কমে
বৃষ্টি-বাদলা হয়ে রাতের ঘুমটা যেন জমে---
চাষাবাদের হয়না যেন তেমন কোনো ক্ষতি 
ছেলেমেয়ে সব্বার যেন পড়ায় থাকে মতি

টাকাপয়সা চাইনা বেশী,  শান্তি থাকুক মনে
খাবো দাবো গান গাইবো, ঘুরব পাহাড় বনে---
ভিন্ন রঙে,  দুই মেরুতে, হয়না যেন লড়াই
সবার হাতে হাত মিলিয়ে থাকতে চাইযে সবাই

খেয়েদেয়ে পান চিবিয়ে ঘুমটা দিলেন  বেশ
ঘুমের শেষে তৈরি হলেন, ঘুরতে যাবেন দেশ---
হাতটি নেড়ে টাটা করে দিলেন পগারপার
বলে গেলেন, "আসব আবার, একটা বছর পার" 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন