লেবেল

শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। বাঙালি ও পহেলা বৈশাখ— ৭।। প্রথম প্রাণের স্তব-— বিকাশ চন্দ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।। প্রতিদিন বিভাগ।। 

      ।।  এপ্রিল সংখ্যা।। 

। বাঙালি ও পহেলা বৈশাখ— ৭।। 



প্রথম প্রাণের স্তব

বিকাশ চন্দ 

অসাধ্য অঙ্গীকার জানে এক প্রসন্ন ভোর
ঘাস ফুলে আমের শাখায় নিজস্ব বরণ আলো
অজস্র অনুরণন বেঁধেছে স্বপ্নকে আলোক বিন্দু
মুগ্ধ  যৌবন শ্বাস মিশে যাচ্ছে উদ্দাম হাওয়ায় 
অলঙ্ঘনীয় নিয়ম ডেকে নেয় মুক্ত দিনের অঙ্কুর

মহুয়া ফুলের গন্ধে মিশেছে দোফসলি ধানের বাতাস
জড় শরীর জেগে উঠছে প্রপিতামহদের হাতের স্পর্শে 
সৃষ্টিছাড়া নিসর্গ বেলা প্রণয় আলো সূর্য তাপে
শর্তহীন বাঁধন ছিঁড়ে ভেসে যায় বাতাসের হাহাকার
সকল ভালো থাকা বোঝে আমাদের চেতনা তপস্যা

প্রাচীন কথকতা ভাসে জড়িয়ে সমুদ্র পাখির ডানায়
মনোময় অমল কথারা ঘিরে সকল আলোক বর্ষ
পরস্পর মুখোমুখি মাঠ মাটি মানুষ প্রকৃতি প্রাণ
আবিশ্ব এখন নতজানু বিনম্র সে আলোর আশ্রয়ে
উচ্ছ্বসিত অজস্র আলো মুখ বেঁধে রাখে পরম্পরা 
অনিন্দ্য সৃজনে মৌন প্রহর চলেছে প্রথম প্রাণের স্তবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন