।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ২৩।।
বৈশাখের প্লাবন
সন্দ্বীপ কুমার ঘোষ
এসেছে নতুন সুখ আনন্দ নিয়ে বৈশাখের প্লাবন !
বঙ্গবাসী মেতেছে আনন্দ কূজনে মুখরিত এ অঙ্গন ;
সব শোক ব্যথা জ্বরা গ্লানি জঞ্জাল ধুয়ে মুছে সাফ
ভুলে গেছে হৃদয়ের বিদগ্ধ সব পরিতাপ !
নতুন আশা আকাঙ্খার অভিব্যক্তি করে প্রকাশ,
নতুন স্বদেশ গড়ার নিয়েছে আজ বলিষ্ঠ শপথ !!
ভোর সকাল হতে চারিদিকে মুখরিত বৈশাখ আবাহনে ;
ভেসে আসে বৈশাখী গান ঢাকঢোল বাঁশি একতারার ঐক্যতানে !
গ্রামগঞ্জে শহরে পড়ে গেছে বৈশাখী হৃদয়ের সাড়া ;
পথঘাটে মাঠে বসেছে চিরাচরিত ঐতিহ্যের মেলা !
বসেছে দোকানপাট, নাগরদোলা বলীখেলা, যাত্রাপালা।।
নতুন জামা গায়ে, পান্থা ইলিশ খেয়ে শুরু নববর্ষ অবগাহন !
বাঙালি সংস্কৃতির বলীরেখা ছেপেছে বাংলার প্রান্তরে ;
বৈশাখী পার্বণের উৎসকথা যুগে যুগে জেগেছে অন্তরে!
গানে কবিতায় বরন করে নতুন স্বপ্নে বিভোর উৎসাহিত সবে,
এই পুরাতন ঐতিহ্যের স্বার্থকতা যুগযুগান্তর স্মৃতি রবে!!
পুরাতাত্ত্বিক সব হৃদয়ে ধারণ করে বাঙালীরা ----
এগিয়ে যাবো নতুনত্বের তিলোত্তমা পৃথ্বী গড়ার চেতনায়!
এখানে থাকবে না মারণাস্ত্রের বিধ্বংসী বিভৎস বেদনা
মৃত্যুর আত্ম চিৎকার ! আকাশ ভারী কণ্টক কান্নার রোল !
কোথাও থাকবে না হিংসাত্মক নৈরাজ্য যুদ্ধের ডামাডোল !!
নতুন শপথে পথ চলার অঙ্গীকারবদ্ধ হয়ে
এগিয়ে যাওয়া
মুক্ত বিহঙ্গের মতো নিরাপদে জীবনের গান গাওয়া !
দীপ্ত চেতনায় জেগে স্বপ্নের পৃথিবী গড়তে এগিয়ে যাবো;
শিক্ষা শিল্প সংস্কৃতি কে উন্নতির শিখরে নিবো চাদরে মুড়ে !
বইবে সুখ শান্তি হাসি আনন্দের প্লাবন স্বপ্নময়ী পৃথিবী জুড়ে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন