।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ২১।।
ঝলমলে বৈশাখের দুপুর
বিকাশ সাহা
বৈশাখের দুপুরে আসে সোনালী ঝলমলে রোদ,
ঐই পাহাড়ের উপরে আলোর রঙ খেলে খেলে যায় কিছু ছোট্ট ছোট্ট ফুল।
জবুজ গাছের সাথে কেউ কথা বলে,
বাতাসের মধ্যে ঝলমলে খেলা,
নানান রঙের পাখিরা উড়ে যায় নীল আকাশে।
বৈশাখের দুপুরে আসে নানা সুরের মেলা,
বাজে ঢোল, মৃদঙ্গ, তবলা- তালে,
প্রেমের গান গায় সবাই কান্না ভুলে।
বৈশাখের দুপুরে মেঘ ঐই নীল আকাশে ভেসে যায়,
সবুজ পাতা, ও নানা রঙিন ফুল কিছু গল্প শোনায়।
ফুলের মধ্যে আছে মিষ্টি গায়- যেমন প্রজাপতি মধু খায়- আর গুন গুন করে।
বিকেলে ঐই খেলার মাঠে - ছোট্ট ছোট্ট শিশুরা খেলা করে,
বৈশাখের সন্ধ্যায় আসে দারুন বাতাস,
মনে হয় পৃথিবী লালন করে স্বপ্নের উৎস।
চির নূতন সুখের এক মুহুর্ত।
ভীষণ আশা ভরে এই সন্ধ্যায়।
বৈশাখের বিকেলে এক প্রকৃতি নাচে,
বৈশাখের দুপুরের থেকে বিকেল অনেক সুন্দর।
উল্লাসে ভরে পূণি'মা রাতে।
সেজে উঠে সোনার পাথরের মাঝে,
আলোর খেলা জীবনের মেলা কিছু দেখতে পাওয়া যায়।
বৈশাখের দুপুরে কিছু স্মৃতির সুরে,
হৃউ আঁকা ছবি সময়ের ভুলে।
মনে ছুঁয়ে যায় রোজ সকালের কোকিলের সুরে,
নানা পাখিরা গান গায়, তাদের নানা সুরে।
বৈশাখের দুপুরে-- মন লাগে না কাজে-
প্রিয় পরিজন কেমন আছে-খুব জানতে ইচ্ছে করে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন