।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ১৫।।
বর্ষবরণ
বিকাশ যশ
ভালো থাকার অঙ্গীকারে
নতুন খাতা লিখতে চাই
রক্ত ঝরার হিংসা হতে
মানুষ যেন মুক্তি পায়।
স্বাধীন চিন্তা থাকুক সাথে
মেঘেরা ভাসুক আকাশ তলে
নতুন পোশাক জড়িয়ে গায়ে
বাঁচুক মানুষ অন্নজলে।
বাঁধন কেটে মুক্তি আসুক
যুক্তি খুঁজে নেইকো লাভ
রাজনীতির ঐ প্রবল চাপে
রাম রহিমের নেইকো ভাব।
নতুন বছর নতুন আলোয়
মানবতার বাড়ুক মান
ভাতৃ -বোধের নতুন ধারায়
উঠুক বেড়ে মনের টান।
ডাকুক পাখি গাছের ডালে
ছন্দে ফিরুক সবুজ বন
আগুন ঝরা প্রখর তাপেও
শান্ত থাকুক সবার মন।
যাক বয়েযাক বৈশাখী ঝড়
আসুক ছুটে শীতল হাওয়া
বধূর মুখের মধুর হাসি
এটুকু হোক পরম পাওয়া।
শতাব্দীর এই সূর্য -শিখায়
বিজয় শঙ্খ উঠুক বেজে
বস্ত্র ছেড়ে অস্ত্র হাতে
জাগুক নারী আপন তেজে।
--------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন