লেবেল

শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৭।। নেতাজী — ভক্ত গোপাল ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




         


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৭।।



নেতাজী

ভক্ত  গোপাল  ভট্টাচার্য 


তোমার  সুচিন্তিত  চিন্তা  ধারা প্রকাশ  মানুষের মধ্যে 

অদম্য  বিশ্বাস  দৃঢ়তা,ক্রমবর্ধমান  ভালোবাসা 

 তুমি  বিশ্ববরেণ্য  পূজনীয় প্রাণের  নেতা  ।

 উজ্জ্বলতা   কর্মকান্ডের  ইতিহাস...

বারবার  প্রাণনাশের হুমকি  তারা  সর্বদা  ব্যর্থ 

আন্তর্জাতিক  রাজনৈতিক নেতা চেষ্টা করেছে 

  ভাঙ্গতে   বিশ্ববাসীর কাছে  সফলতা   ।

রাজশক্তি  গোপনে  সহযোগীতা ,ভাঙ্গতে পারেনি

  বিশ্বজুড়ে  তোমার  ভালোবাসা 

বহুদেশ   সাহায্য করেছে, দেশে  চক্রান্তের  স্বীকার 

সাম্রাজ্যবাদী  শক্তির খবর দারীকে করেছো বারবার অবসান 

অখণ্ড  ভারতের  একমাত্র নায়ক  একনিষ্ঠ  সাধক।

ব্রিটিশ  রাজষষ্ঠ  জর্জের  হুমকি কখনো করনি মাথা নিচু 

 তুমি  উচ্চশিক্ষিত  বিশ্ববরেণ্য, নেতাজী

চাওনি  পাওনি কোনোদিন হে  অমর  নেতা 

  তুমি  বেঁচে  আছো কিনা  জানিনা 

রেনকোজি মন্দিরে তোমার চিতা  ভস্মের  কথা...

 যুগে যুগে  থাকবে ভারতবাসীর হৃদয়ে।

তোমরা  কি  জবাব  দেবে আজকের  সদ্যজাতদের কাছে 

তৈরি করো  বিষে বিশ্ববাসীর বিপর্যয়  এই দেশাত্মবোধ...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন