।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৫।।
গোপন ইতিহাসের আড়াল ভেঙে...
সমাজ বসু
সব ভেদাভেদ,বিবর্ণ মলিনতা মুছে
ওই এক বিশাল আকাশের বুকে নির্ভীক উড়ান --
শেকলের দাসত্ব খুলে বিশ্বাস ও সাহসের প্রলেপে
হেঁটে গেছে আদিগন্ত বিস্তৃত মুক্ত জীবনের পথে
নতুন এক সূর্যোদয়ের দেশে।
তাঁর বিক্রম বিচরণে তেত্রিশ কোটি ভারতবাসী শুনেছিল:
আমায় রক্ত দাও...
আজ সেই গোপন ইতিহাসের আড়াল ভেঙে বুঝে নিতে দাও-
কোন্ কুয়াশা ছিঁড়ে ফিরল না সে—
ছুঁতে চেয়েছিল যে একবার স্বাধীন জন্মভূমির আঁচল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন