।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৮।।
"দিল্লি চলো"
অরবিন্দ সরকার
রক্তের বিনিময়ে চেয়েছিলে স্বাধীনতা,
বিপ্লব ভিক্ষার ঝুলিতে অহিংসায় বৃথা,
তোমার দিল্লি চলো ডাক
চুক্তিতে আবদ্ধ দেশভাগ
ব-কলমে দেশ স্বাধীন,তল্পিবাহক বার্তা।
ব্রিটিশ সখ্যতা,গাঁধী টুপিতে দেশনেতা,
মাথা হেঁট লজ্জ্বায় তুমি লুকালে কোথা,
জাতিদাঙ্গার কালো দাগ
পিরিতির নেই রাখঢাক
তোমার দুর্ঘটনায় মৃত্যু,রাখে ভস্মচিতা!
সিংহাসনের মোহে , দুই দেশে দুই ভ্রাতা,
যারা দেশের জন্য দিলো প্রাণ,পূজিতা
তোমার উপরে যতো রাগ
দলে জয়,গাঁধী উক্তি ভাগ্
গণতন্ত্র হত্যাকারী, তিনি জাতির ত্রাতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন