।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২১।।
তোমাকেই আজ বড় প্রয়োজন
জয়শ্রী সরকার
সেদিনের সেই ছোট্ট সুবি আজকে নেতাজি সুভাষ
দেশপ্রেমের মন্ত্র নিয়ে জাগিয়েছ মনে আশ।
নেতার মতো তুমিই নেতা--- হে নেতাজি, হে সুভাষ
তোমার তুলনা তুমিই কেবল --- তুমি যে বৃটিশ ত্রাস !
সংগ্রামেতে নও তো ক্ষুদ্র, স্বপ্নে তোমার দেশমাতা
পাহাড় প্রমাণ বাধার সামনে তুমিই ছিলে পরিত্রাতা।
পরাধীন এই ভারতবর্ষে দেশপ্রেমের মন্ত্রকে
অস্ত্র করেই স্তব্ধ করেছ বৃটিশ ষড়যন্ত্রকে !
'দিল্লি চলো' স্লোগান দিয়ে তো ডেকেছ তরুণ দলকে
ভয়াল চক্ষে বৃটিশ দেখেছে তোমারই মনোবলকে।
'আজাদ হিন্দ্ ফৌজ' গড়েছ শক্ত করতে ঘাঁটি
পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত স্বদেশ-মাটি !
ক্ষমতালোভীর বাঁকা চোখ হেনেছে শুধুই আঘাত
দৃপ্ত কন্ঠে মুক্তির মোহে করে গেছ প্রতিবাদ।
পরাধীন এই ভারতবর্ষে তুমি তো আলোর দিশা
দেশপ্রেমের মহান মন্ত্রে কাটালেই অমানিশা !
দিনবদলের পালার পরেও আজো আছো অমলিন
স্বার্থের মোহে ভুলেছে যারা, তাদেরই মহিমা ক্ষীণ।
সময়টা আজ দুঃসহ, তাই --- প্রতিটি ভারতবাসী
তোমাকেই আজ প্রয়োজন তাই --- তোমার স্মরণে আসি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন