।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -১৫।।
কলমের শিখা
শঙ্খশুভ্র পাত্র
কলমের শিখা এই মাত্র আমাকেই দগ্ধ করে
বিমুগ্ধ উড়াল৷ সেকি অন্ধকারে আচাভূয়া পাখি?
ফাঁকিতে পড়েছি৷ তবু আগুনের সুনীল-অক্ষরে
বক্ষ পেতে দেব৷ সখ্য, প্রফুল্ল আলোয় মাখামাখি৷
কলমের শিখা, সে যে শ্বেতপত্রে আগুনের ফুল৷
ফাগুন-পলাশ ভেবে এই শীতে সংগীতপ্রবণ
অঙ্কনে রেখেছ ছাপ৷ নিস্তরঙ্গ দিঘিতে আকুল
কী রকম ভেসে যায় দুধ-সাদা হাঁসেদের মন৷
কলমের শিখা, লিখা অন্ধকার ভেদ করে কাঁপে৷
ইচ্ছাময়ী কত দূরে, তার চোখে চোখ রেখে হৃদি
কী বলিতে চায়, পুণ্য, শূন্য করে ফের ওই পাপে—
নিজের পতন ডেকে কাকে বলি 'কাব্যগুণনিধি'?
কলমের শিখা এই— এই মাত্র আমাকেই ঘিরে
রচনা করেছে নীলকান্তমণি— দেখি নাই ফিরে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন