।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ৭।।
আমি যীশুকে দেখিনি
তামস চক্রবর্ত্তী
প্রার্থনা জানাচ্ছে অ-পাপবিদ্ধ মানুষের জন্যে
রাস্তার এপারে দাঁড়িয়ে মুঠো মুঠো ফুল ছুঁড়ে দিচ্ছি
যেন যীশুর পদপ্রান্তে সমর্পণ করছি অনন্ত পাপের দায়ভার।
ঈশ্বর না খুঁজেই শুধু হাত পেতে দান নিয়েছি তার
বিবেকের দুয়ার বন্ধ করে যন্ত্রণা অনুভব করিনি কখনো
ভেবে দেখেছি কি ক্রুশবিদ্ধ দেহ কেন ঝুলে আছে নিশ্চল পাটাতনে
কোন পুণ্য বলে বিধাতাই বহে চলে সব অভিশাপ।
শ্বেত বস্ত্রের পবিত্র শৌর্যে অমলিন মুখ যন্ত্রণায় বিকৃত হয়নি
অগনিত নক্ষত্রের আলোক প্রভায় সমুন্নত শির
চোখে ,এক রাশ ক্ষমা চেয়ে আছে অপলক।
পাপ হোক পুণ্য হোক সব যেন তাঁর।
অন্ধ মানুষ আর কবে কত দিন পরে
জরাসন্ধ পৃথিবীর দুয়ারে দুয়ারে ফিরে
নিরাকার ব্রহ্মকে খুঁজে নেবে অনাহারে
পড়ে থাকা হারানো যীশুর শরীরে।
প্রার্থনা জানাচ্ছে অ-পাপবিদ্ধ মানুষের জন্যে
রাস্তার এপারে দাঁড়িয়ে মুঠো মুঠো ফুল ছুঁড়ে দিচ্ছি
যেন যীশুর পদপ্রান্তে সমর্পণ করছি অনন্ত পাপের দায়ভার।
ঈশ্বর না খুঁজেই শুধু হাত পেতে দান নিয়েছি তার
বিবেকের দুয়ার বন্ধ করে যন্ত্রণা অনুভব করিনি কখনো
ভেবে দেখেছি কি ক্রুশবিদ্ধ দেহ কেন ঝুলে আছে নিশ্চল পাটাতনে
কোন পুণ্য বলে বিধাতাই বহে চলে সব অভিশাপ।
শ্বেত বস্ত্রের পবিত্র শৌর্যে অমলিন মুখ যন্ত্রণায় বিকৃত হয়নি
অগনিত নক্ষত্রের আলোক প্রভায় সমুন্নত শির
চোখে ,এক রাশ ক্ষমা চেয়ে আছে অপলক।
পাপ হোক পুণ্য হোক সব যেন তাঁর।
অন্ধ মানুষ আর কবে কত দিন পরে
জরাসন্ধ পৃথিবীর দুয়ারে দুয়ারে ফিরে
নিরাকার ব্রহ্মকে খুঁজে নেবে অনাহারে
পড়ে থাকা হারানো যীশুর শরীরে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন