।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -১।।
সুমিতা চৌধুরী -র কবিতা
১.
নেতাজী
ভিক্ষা যেচে কভু নয়,
স্বাধীনতা অর্জন করে নিতে হয়।
এমন নির্ভীক যার বাণী,
তাঁকেই নেতাজী বলে মানি।
যিনি ঋজু শিরদাঁড়ায়,
মানেননি আপোস, জীবনের বালুকাবেলায়।
যাঁর বাণীতে হয়েছিল উদ্দীপ্ত,
ভারতের অগণ্য তরুণ বীর শিষ্য।
তাঁর গড়া আজাদ হিন্দ ফৌজ,
দিয়েছিল স্বাধীন ভারত গড়ার স্বপ্নের খোঁজ।
যিনি চেয়েছিলেন শহীদের রক্ত,
ভারত মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে করতে মুক্ত।
যাঁর জীবন এক আদিগন্ত স্বাধীনতা সংগ্রাম,
তিনিই বাঙালি তথা দেশবাসীর আবেগের এক নাম।
তাই বুঝি তাঁর জন্ম আছে, মৃত্যু নেই,
তিনি যে প্রতিটি ভারতবাসীর হৃদয়ে পেয়েছেন অমরত্বে ঠাঁই।।
২.
হোক সাম্যের জয়
অরুণালোকে কাটুক এ আঁধার,
আশার আলো প্রাচীর ভাঙুক সব বাধার।
ইচ্ছেরা আবার মেলুক আপন ডানা,
ইঙ্গিত আসুক লড়ার, হার না মানা।
উড়াল দিক মন অজানাকে জানতে,
ঊর্ণাভ জাল কেটে, পরাজয় না মানতে।
ঋণ শোধ করতে জীবনের,
লীন হও মূল্যবোধে মনন-চেতনের।
একা নয়, লড়াই হোক সংগঠনের,
ঐক্যবদ্ধ সমাজ হোক সাম্যের।
ওড়াও নিশান আগামী দিচ্ছে ডাক,
ঔদ্ধত্যবোধ সব পিছে থাক।।

দুটি কবিতাই খুব সুন্দর।যথার্থ।
উত্তরমুছুন