
।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ৩।।
দুরন্ত বিজলী-এর কবিতা
১.
বড়দিনের আলো
এত যে উৎসব আলোয় ভরা বাড়িএমনভাবে ছড়িয়ে পড়ছেপ্রতিযোগিতার উষ্ণ প্রস্রবণআসলে বুকে কি রয়েছে ঢাকাঢাকনা খুলে একটু দেখ দেখিপঞ্চরিপুর কে করেছে হানাবড়দিনের বড়মানুষের বাণীঅন্তঃপুরে সাজিয়ে তুলুন সবাইঅমনি আলো জ্বলবে ঘরে ঘরেসুখ শান্তি ভালোবাসা প্রেম ক্ষমারপঞ্চপ্রদীপে পৃথিবী ভরে যাবে।
২.
মৃত্যুপ্রমা
বন্ধনগুলো ছিঁড়ে দিতে চায় যারা
ভেঙে দিতে চায় ভালোবাসা প্রেম সুখ
জটিল মনের কঠিন কঠোর কুঠার
জনজীবনে মেঘ বিদ্যুৎ অগ্নি
মৃত্যু মিছিলে রঙের বর্ণমালা
শ্মশানচুল্লি সমাধিমৃত্তিকা
হৃদয়ে আঁকে কাঁটা ও পেরেকগাথা
পরমেশ্বর পিতার স্নেহের বাণী
পবিত্র পথ কর্মধারায় ক্রমশ পরিক্রমা
নম্র এবং অবনত মস্তকে দহন দানে রচিত মৃত্যুপ্রমা
ক্ষমা ক্ষমা ক্ষমা এবং ক্ষমা
প্রতিপদ চাঁদে জ্যোৎস্নায় কাটে অমা
আলোর জন্য সাঁতরে আঁধার পার
রাতের শেষে আলোর পায়ে পায়ে
সৌরনীলে উজ্জ্বল উত্তরণ
মৃত্যু তখন লজ্জায় মরে যায়
মহাজীবনের মহান আলো আকাশে বাতাসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন