।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ১১।।
স্মৃতি শেখর মিত্র-র কবিতা
১.
প্রভু যীশু
আমার হৃদয় যখন বেদনায় নীল হয়ে যায়
তখন ভগবান যীশুর কথা স্মরণ করি
ধীরে ধীরে আমার শরীরের উত্তাপ কমে আসে,
সমস্ত বেদনা এক নিমিষে ধুয়ে মুছে যায়।
তাঁর ভালবাসার স্পর্শে পৃথিবী পাপ মুক্ত হয়।
গাছে গাছে নতুন পাতা গজায়, রঙ বেরঙের
ফুল ফোটে। মানুষের শোক তাপ দূরে সরে যায়।
নান্দনিক সৌন্দর্য ছড়িয়ে পড়ে ধরিত্রীর বুকে।
আমাদের চারপাশ সৌন্দর্য্যের লীলাভূমি হয়ে ওঠে।
২.
ভালবাসা
শত্রুর বিনাশ তখনই সম্ভব
যখন কেউ শত্রুকে তার আত্মার
আত্মীয় ভেবে ক্ষমা করে দেয়।
ক্রুশবিদ্ধ যীশু কখনও বিষাদগ্ৰস্ত
হননি।সমস্ত মানুষকে তিনি হাসিমুখে
জীবনের শেষ লগ্ন পর্যন্ত ভালবেসে
ক্ষমা করে গেছেন। ভালবাসা,প্রেম,ক্ষমা
এই সদগুণগুলি মানুষকেই ঈশ্বর বানায়।
প্রকৃত ভালোবাসতে পারলে একদিন
তুমিও ঈশ্বরের সমকক্ষ হয়ে যেতে পারো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন