লেবেল

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

।।আলোর উৎসব--১০।। আলো, তোমার — বিশ্বজিৎ রায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




।।আলোর উৎসব--১০।। 




আলো, তোমার 

বিশ্বজিৎ রায়

 

মেঘের কাছে যা বললাম, সব তোমার কথা

জলের বুকে যা যা লিখলাম, সব তোমার গল্প –

 

লিখতে চেয়েছিলাম যুদ্ধের বীভৎসতার কথা,

স্রোতহীন মরা নদীটার কথা, অথচ

কথার মধ্যে, লেখার মধ্যে অজান্তে ঢুকে গেলে তুমি---

তোমার উঠোনে পড়ে থাকা আলো,

ঘর জুড়ে থাকা ফুলের সুবাস, চুলে লেগে থাকা শিশিরকনা

আমাকে কেমন যেন বিমোহিত করে দিয়েছিল

কিছুক্ষণের জন্য, তারপর সম্বিৎ ফিরে এলে

আবার লিখতে শুরু করেছি ---

 

সেখানেও তুমি, তোমার গোপন স্পর্শ, ফিসফিস,

সব উঠে আসছে আমার কলমে

হড়পা বাণের মতো প্রচণ্ড আলোর  আবেগে …

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন