লেবেল

মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

।।আলোর উৎসব--৩০।। কালী কপালিনী - (রক্তিম)।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





।।আলোর উৎসব--৩০।। 



কালী কপালিনী


এতো আলো সব ছড়িয়ে দিয়ে
    তুই কেন মা আঁধার মেখেছিস?
তোর আলোতে জগত জুড়ে আলো
   তবে কেন তোর আঁধার ঘরে বাস?


জীব জগতের লোকে বলে
     তুই নাকি মা অসুর বিনাশিনী।
আদ্যাশক্তি মহামায়া খড়গধারিণী
     ছিন্নমস্তা তুই কালী কপালিনী।


কোটি সন্তান কাঁদছে অহর্নিশি
     তোর কাছে মা একটাই শুধু নালিস।
অসুরে অসুরে দেশ গিয়েছে ভরে
     তুই ওদের পূজায় তুষ্ট কেন থাকিস?


এবার চোখ মুছিয়ে কোলে নে মা
     জ্যোতি এনে দিস দুর্বল অন্তরে।
অসুর নিধনে যেন গর্জে উঠতে পারি
     তমসা তাড়াবো তোরই মন্তরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন