।।আলোর উৎসব--২৪।।
স্মৃতি শেখর মিত্র-র কবিতা
১.
আলোর রোশনাই
সলতে প্রদীপ ছাড়া আলো জ্বলে না
তাই নিজেকে সলতে করে
আমার সমস্ত অহংকারকে তেল হিসেবে
জ্বালিয়ে দিতে চাই ...
মায়ের পাদপদ্মে সমর্পণ করতে চাই।
এভাবেই আমার গৃহের অঙ্গনে আলোর রোশনাই হয়ে উঠুক আকাশ তলে।
২.
আলো
কবির কণ্ঠে ধ্বনিত হয়
" কোথায় আলো কোথায় ওরে আলো
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।"
প্রেম থেকেই বিরহের উৎপত্তি হয়
তা সে রমণীর প্রেম অথবা ঐশ্বরিক প্রেম
যাই হোক না কেন। হৃদয় নির্মল করে
তার আলোকে আলোকিত হোক গৃহের প্রাঙ্গণ।
ভালবাসার আলোকে দূরে সরে যাক সমস্ত
অন্ধকার। মায়ের নিকট নিজের বিরূপ মনোভাবকে বলি প্রদত্ত করে জ্বলে উঠুক
আলোক বর্তিকা। নির্মাণ হোক আলোর মালা।

দুটি কবিতাই খুব ভালো লাগল।
উত্তরমুছুনExcellent customer
উত্তরমুছুন