।।আলোর উৎসব--২২।।
জয়শ্রী সরকার - এর কবিতা
১.
আলো
কবে যে জীবনের প্রথম পথচলা শুরু হয়েছিল
নিজেও জানি না। হয়তো তা ছিল নিজেরই অজান্তে।
তবে, যেদিন থেকে বুঝতে শিখেছি, মানে বুঝেছি
একটা আলোর পিছনে মোহান্ধের মতো ছুটে চলেছি আমি,
যে আলো আমায় প্রতিনিয়ত অগ্নিশুদ্ধ করে,
যে আলোর বন্যায় স্নাত হয়ে অন্তর্দৃষ্টি দিয়ে
আমি নিজেকেই দেখি, আর কাটাছেঁড়া করে নিয়ে পরিশুদ্ধ হই।
ন্যাংটাপুটো সাহসী ছেলেটার মতো বলতে পারি, 'রাজা, তোর কাপড় কোথায়?'
আলো যেন একটা রূপক, জীবনের সদর্থক জ্যোতি।
এই আলোই প্রতিনিয়ত আমায় উজ্জীবিত করে,
মননের আগল খুলে দেয় -----
কোনো অবস্থাতেই আমি বিবেকশূন্য হই না।
তোমরা জানো? এই আলোকে আমি কী নামে ডাকি ?
চেতনা !
২.
আঁধারে আলো
নবজাতক দেখছে প্রথম এই পৃথিবীর আলো
সবাই মিলে একসাথে আজ মঙ্গলদীপ জালো !
আলো ঝলমল বিশ্বটাকে দেখছি আমরা সবাই
সত্যি যাকে আলো বলে সে আলো দেখতে পাই !
আলো নিয়ে গান-কবিতা কতই লেখে মানুষ,
মনের আলো জ্বালতে গিয়ে হারিয়ে ফেলি হুঁশ !
চর্মচক্ষে যখন দেখি আলোয় ভরা বিশ্ব
আয়নাতে চোখ রাখলে পরে সবই দেখি নিঃস্ব !
এই আলোকে তোমরা জানো কোন্ নামেতে ডাকি ?
চেতনায় শান দিতে দিতেই একটু নিজে মাখি !
মাখতে গিয়ে শুধুই দেখি আঁধার ঘেরা কালো
বোধের আলোয় জাগতে থাকে নতুন দিনের আলো !
সেই আলোতে চোখ খুলে যায় মানবতার টানে
নতুন করে জাগাও আলো নিত্যনূতন প্রাণে !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন