লেবেল

বুধবার, ১ নভেম্বর, ২০২৩

।।আলোর উৎসব--২।। হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা।। Ankurisha ।। E.Magazine।। Bengali poem in literature।।



।।আলোর উৎসব--২।। 


হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা 



১.

আলোর সোপান 


ক্যানভাসে রোদ ফুটে উঠলে আমিই ভোর ,গোধূলি মধ্যরাত আমি ,আমি মৃত্যু উপত্যকা আমারই প্রোটোপ্লাজমের রসে ভিজেছে ব্যাকরণ কৌমুদি
এ জগতে চোরাস্রোতে সরলবর্গীয় গাছ 
মহাকাশ জানে না কিছু ,তুমি জানো রামধনু ?
তুমি জানো সপ্তর্ষি, আকাশ পথিক 
ভালবাসা আসে ভালবাসা যায় 
শুধু পড়ে থাকে ছাই
মানুষ  সহজেই ভালবাসা  ভুলে যায় 
অপমান ভোলেনা কখনো 

সকাল দুপুর রাতে ধনদৌলতে ডুবে থাকা জ্যোৎস্না ছন্দমাত্রা ভুলে তৎপর ,অনিবার্য যা অমরতাকামী 

এই সত্য সাদা ,উপার্জন যেটুকু ...তাও উজ্জ্বল 
ইশারা  ,এরই মাঝে ফুটে ওঠে সন্ধ্যাতারা ...

আমি বসি তাদের কাছাকাছি আর ভাবি 
কাকে বলে আঁধারমণি ,আর কোনটাই বা 
আলোর সোপান ...সম্মোহনবিদ্যা মরুদ্যানজুড়ে 
পৌনঃপুনিকতা  ...


২.
মৃত্যু অপেরা
...

অপেরা বেশি ভালো যতক্ষণ সে সামনে থাকে
চোখ দিয়ে জল পড়ে ততক্ষণ
যতক্ষণ তোমাকে চিমটি কাটলে
লাগে ওস্তাদ
কিন্তু সত্যিই ঘটনাটা যখন ঘটে
তখন বিছানা থেকে তোলা অসম্ভব হয়ে ওঠে 
তখন পা থেকে  মাথা পর্যন্ত 
এলোমেলো হয়ে  যায়...

স্মৃতি সত্তা ভ বিষ্যৎ
গৃহিনী পুত্ৰ কন্যা অরুণ্যরোদনে বলে
আর নয়,আর নয় জনপদ ধ্বংস হয়ে যায় 

তাড়াতাড়ি তোলো 
নামাও,না হলে পিঁপড়ের সারি 
কেন্নো,আরশোলা
জলচৌকিপাতা ঘ‍রে ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন