শরতের আগমন —৫
ঋতুর রানি শরৎ জানি
দীনেশ সরকার
ঋতুর রাণী শরৎ জানি
নীল গগনের পরি
আকাশ গাঙে দেয় ভাসিয়ে
সাদা মেঘের তরী ।
শরৎ রাতে শিউলি হাসে
প্রাতে দেয় আলপনা
ঘাসের ডগায় মুক্তোসম
জমে শিশিরকণা ।
পদ্ম হাসে দিঘির জলে
শাপলা হাসে খালে
যুঁই-মালতী গন্ধসুধা
ঢালে শরৎ কালে ।
পালকশুভ্র কাশফুলে যে
ঢাকে নদীর চর
হাওয়ার তালে দোলায় মাথা
অনিন্দ্য সুন্দর ।
ঋতুর রাণী শরৎ এলেই
আনন্দে মন ভাসে
হাসি-খুশির শারদোৎসব
দোরগোড়াতে আসে ।
আকাশ-বাতাস মুখরিত
আগমনি সুরে
ঢ্যাং-কুড়া-কুড় বাদ্যি বাজে
নেই তো পুজো দূরে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন