লেবেল

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন -২২।। নতুন রূপ — অশোক ব্যানার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।

 






শরতের আগমন -২২


নতুন রূপ

অশোক ব্যানার্জী


আজকে দেখলাম শরৎকালের

নতুন রূপ !

আকাশটা বেশ নীলাভ,আর

পেঁজা মেঘের স্তুপ

এদিক ওদিক ভাসছে

আকাশ জুড়ে

সোনালী রোদের ঝিলিক

আকাশ ফুঁড়ে !

গঞ্জে গ্রামে কাশ ফুলেদের

মেলায়

ঝিরঝিরিয়ে বাতাস বয়ে

যায় ।

আনন্দেতে দুলছে কাশের

ফুল

মিষ্টি হেসে করছে

হুলুস্থুল !

শিউলি ফুলের গন্ধে

মাতোয়ারা

দীঘির জলে জল পদ্মের

সারা !

আকাশ জুড়ে উড়ছে দেখি

চিল

বর্ষা শেষে আকাশটা বেশ

নীল!

বাতাসে ওই পুজো পুজো

গন্ধ

পাচ্ছি যেন লাগছে না তো

মন্দ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন