শরতের আগমন -২০
শরতের আগমনী
দুরন্ত বিজলীভোরের আকাশ শুভ্র এবং নির্মল মনোহর,
রোদের ছোঁয়ায় সকাল আসে উজ্জ্বল সুন্দর।
সাদা মেঘের আনাগোনা একটু ইতিউতি,
সবুজ ধানের মাথায় বৃষ্টি নামার প্রস্তুতি।
কাশফুল আর শিউলি ফুলে আঁকছে আগমনী,
নদীর জলে ইলিশ ধরে জেলে বায় তরণী।
মেঘ রোদ্দুর খেলা জমে যায়, শরৎ রানীর হাসি-
পাতার ভেতর কুঁড়িগুলো বলছে - এবার আসি।
মায়ের জন্য মুখগুলোকে বাড়িয়ে দিয়ে বলে -
দুর্গা মা আসবে এবার এই মাটির ধরাতলে।
এখানে আবার ঘরের দুর্গার হাসি চোখের কোণে,
পরিযায়ী প্রিয়জনের ফেরার কথা মনে।
দুর্গা ফোঁটায় দেয়ালখানা আলো করবে ঘর,
ঢ্যাম কুড়াকুড় বাদ্যি বেজে উঠবে চরাচর।
ঝিরঝিরিয়ে নামবে তখন মিষ্টি সোনাঝুরি,
শরৎ মানে পুজো পুজো গন্ধ ভুরি ভুরি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন