শরতের আগমন -১৪
শরতের আগমন
অমিত কাশ্যপ
একটা একটা দিন যায় আর মনে হয়
শিশুকাল বেশ ছিল, শরতের
সোনালি ভোর
সেই চেনা গন্ধ, সেই শিউলি ফোটার স্তব্ধতা
যেন পুজো পুজো, আগমনী বার্তা
গ্রামের পালপাড়ার পাশ দিয়ে দোমাটির পর মা যেন
একটু একটু করে সেজে উঠছেন
অসুর হয়ে উঠছেন ভয়ংকর চেহারায়
দুমেয়ে আর দুছেলে সাবেকি মহিমায়
ভেসে উঠছে বাল্যকাল, পাঠশালার পর দৌড় দৌড়
শরতের রোদ মাখছে কুমোরপাড়া ঠাকুর
একটা করে দিন যায় আর মা হয়ে ওঠেন
মৃন্ময়ী থেকে চিন্ময়ী, চিন্ময়ী যেন জগজ্জননী
বরাভয় প্রদান করছেন জগত সংসারে

শরতের সঙ্গে বাংলা ও বাঙালির দুর্গা পূজার আয়োজন ও আগমনের কথা উল্লেখ রয়েছে কবিতায়। সুন্দর।
উত্তরমুছুন