স্বাধীনতা বিষয়ক কবিতা —৯
স্বাধীনতা তুমি কার?
দুর্গাদাস মিদ্যা
মুখের দিকে তাকালে কান্না আসে
দুচোখ জলে ভাসে তোমার অসহায়তা দেখে, ভারতবর্ষ।
এখনও
এই স্বাধীনতার অমৃতমহোৎসবেও
দেখি দুঃখি ভারতবর্ষ দাঁড়িয়ে আছে আদুল গায়ে।
'দলিত' শব্দে এখনও
দলন চলে নিয়মিত।
ছোট, বড়র ভেদাভেদে জীর্ণ দীর্ণ যে সমাজ
সেই সমাজ মাথা তুলে দাঁড়াবে কীভাবে?
একই মায়ের সন্তান
তবু কেন দুস্তর ব্যবধান
এই প্রশ্নের উত্তর দেবে কে?
মাগো! তোমার সন্তান
দলিত বলে বারেবারে অপমানিত হয়
তবে কেমন তোমার এই স্বাধীনতার জয়?
বুকভরা অভিমান
কালিমালিপ্ত করেনি কি তোমার সম্মান
এই অনুভবে!
ক্ষুব্ধ চিত্তে এই প্রশ্ন উঠে আসে বার বার
স্বাধীনতা তবে তুমি কার?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন