লেবেল

সোমবার, ২১ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা —২২।। স্বাধীনতা মানে — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





স্বাধীনতা বিষয়ক কবিতা —২২




স্বাধীনতা মানে

  জয়শ্রী সরকার

স্বাধীনতা মানে বনসাই নয় 
স্বাধীনতা হলো মাটিতে শিকড়,
স্বাধীনতা মানে সমারোহ নয়
স্বাধীনতা হলো চেতনামুখর !

স্বাধীনতা মানে হানাহানি নয়
স্বাধীনতা হলো মানবতাবাদ,
স্বাধীনতা মানে বেপরোয়া নয়
স্বাধীনতা হলো ঘোষিত জেহাদ !

স্বাধীনতা মানে উল্লাস নয়
স্বাধীনতা হলো মর্মের ক্ষত,
স্বাধীনতা মানে উচ্ছ্বাস নয়
স্বাধীনতা হলো কর্মের ব্রত !

স্বাধীনতা মানে প্রতিশোধ নয়
স্বাধীনতা হলো অন্যায়রোধ,
স্বাধীনতা মানে শৃঙ্খল নয়
স্বাধীনতা হলো শৃঙ্খলাবোধ !

স্বাধীনতা মানে একা সুখ নয়
স্বাধীনতা হলো মিশে থাকা,
স্বাধীনতা মানে ফিকে হওয়া নয়
স্বাধীনতা হলো ফিরে দেখা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন