লেবেল

শনিবার, ৮ জুলাই, ২০২৩

রম্য কবিতা -৯।। পেছনের দিকে এগিয়ে চলুন — অজিত বাইরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




রম্য কবিতা -৯



পেছনের দিকে এগিয়ে চলুন     

 অজিত বাইরী




ভিড় বাসে উঠলেই কণ্ডাক্টর হাঁক পাড়ে

পেছনের দিকে এগিয়ে চলুন।

কথাটা কানে বিঁধে যায়;

আমি ভাবতে থাকি, সকলে তো

পেছনের দিকেই এগিয়ে চলেছি।

বিশ্ববিদ্যালয়ে, হাসপাতালে, কারখানায়

আমরা এগিয়ে চলেছি পেছনের দিকে।

একটু স্থিরভাবে চিন্তা করলেই

বুঝতে পারি, কণ্ডাক্টর কোন অন্যায় আব্দার

করেনি; স্বাভাবিক নিয়মে

আমরা যে পেছনের দিকে এগিয়ে চলেছি

সেই প্রবণতাকেই সে ত্বরান্বিত করতে চেয়েছে।

রাজনীতিতে, সমাজ-জীবনে, সমষ্টি

ও ব্যক্তিজীবনে আমাদের সামনে 

এগোনো নেই, কেবলই ঠেলতে ঠেলতে

পেছন পানে এগোনো, ভিড়ের মধ্যে

অন্যকে একতিল জায়গা করে দেওয়া,

যাতে সেও অন্যদের পেছনের দিকে

এগোবার সুযোগ করে দিতে পারে।

আমি কণ্ডাক্টরের মুখের কথা লুফে নিয়ে বলি,

ভাইসব, পেছনের দিকে এগিয়ে চলুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন