।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।।
।। আগষ্ট সংখ্যা।।
।। মুক্ত গদ্য।।
বিষয় - অঙ্কুরীশা পত্রিকা ও আপনার অভিজ্ঞতা
অভিজ্ঞতা — ১
তন্দ্রা ভট্টাচার্য্য
অঙ্কুরীশা একটি খুব উন্নতমানের সাহিত্য পত্রিকা। পত্রিকাটি সাধারণত অনলাইন ই- ম্যাগাজিন এবং ছাপা দুটি ভাবেই প্রকাশিত হয়।বহুদিন ধরে এই পত্রিকাটিতে আমি লিখে আসছি। এটি যে একটি শুধু কবিতা পত্রিকা তা কিন্তু নয়। এখানে অণু গল্প, গল্প, প্রবন্ধ ইত্যাদি বিষয় থাকে। এছাড়া সাময়িক কোনো ঘটনাবলি নিয়েও এই পত্রিকা সরব হয়। পত্রিকার সম্পাদক বিমল মণ্ডল মহাশয়, তিনি নিজেও কবিতা লেখেন। বিষয় নির্বাচন ব্যাপারটি বেশ সুন্দর কারণ এক একটি ক্ষণ এবং সময় যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে।অনেক নতুন কবি প্রতিভাকে আমরা চিনতে পারি। কত কবি লেখক দেশে ও দেশের বাইরে থেকে এই পত্রিকার সঙ্গে যুক্ত। সত্যিকথা বলতে কি লিটল ম্যগাজিন কিন্তু সাহিত্যের মেরুদণ্ড। ব্যক্তিগত ভাবে আমার অঙ্কুরীশায় প্রকাশিত বহু লেখা বিভিন্ন সময় আমার অনেক বই এ স্থান পেয়েছে।
এই পত্রিকার সঙ্গে আমাদের একটা আত্মীক সম্পর্ক তৈরী হয়েছে। হাজার ব্যস্ততা এবং অন্যান্য লেখার কাজ থাকলেও অঙ্কুরীশায় আমরা দায়িত্ব নিয়ে লেখা দিই। অনেক সময় মনোমালিন্য হয়না যে তা নয়, কারণ ছাপা লেখা সেভাবে হাতে পাইনা। এবার থেকে পুজোসংখ্যার পত্রিকা যেন সব লেখকরা পান সেদিকে নজর দেওয়া উচিৎ। সম্পাদক অনলাইনে বিভিন্ন সময়ে বিভিন্ন কবিতা নিয়ে যদি আলোচনা করেন তবে খুব ভাল হয়। অঙ্কুরীশা পুরস্কার চালু করা দরকার , তাতে লেখক কবিরা উৎসাহ পান।
বছরে একটি লেখকদের নিয়ে অনুষ্ঠান করলে ভালো হয়। আমার মনে এই পত্রিকায় অনুবাদের বিষয়টি রাখলে ভাল হয়। ভ্রমণ নিয়েও লেখা থাকলে পত্রিকার আকর্ষণ বাড়ে।
সর্বপোরি একটা পত্রিকা চালানো খুব শক্ত ব্যাপার। বিমল বাবু এ ব্যাপারে খুব সচেতন। যত পত্রিকার বয়স বাড়বে তত পত্রিকা সমৃদ্ধ হবে তার নিজস্ব স্বকীয়তায়। অঙ্কুরীশায় লিখে আমরা আনন্দ পাই।
অঙ্কুরীশা একটি ভালো লেখার প্ল্যাটফর্ম।কবিতা যেন সাধারণ পাঠকের কাছে পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটি কবিতা সত্যিই কী কবিতা হয়ে উঠল? কবিতার শুধু শরীর থাকলে হবে না, কবিতার একটা সামাজিক দায়বদ্ধতা আছে, এবং আছে তার স্নিগ্ধ রূপ।কঠিন কথা এমন ভাবে শিল্প দিয়ে বলবেন কবি যেন মানুষের মরমে গিয়ে সরাসরি বাজে।কবিতার অন্তরে একটা সঙ্গীত ও একটি প্রাণের সজীবতা অবশ্যই থাকতে হবে।
কবিতা এক্কেবারে হৃদয়ের কাছে নিয়ে যেতে একমাত্র কবি ও সম্পাদকই পারেন। আধুনিক অনুভব, প্রগতিশীল ভাবনা যেন কবিতার মূল মন্ত্র হয় ।নিমগ্নতার আত্ম বিশ্লেষণ সম্পাদকের একটা ভাবনার দিক। ই- ম্যাগাজিন প্রকাশ পেলে তখন, ছোট্ট করে একটা সম্পাদকীয় থাকা দরকার।সারাবছর সাহিত্যের মহা ভার নিয়ে এই অঙ্কুরীশা এগিয়ে চলেছে। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
।। লেখা আহ্বান।।
এই বিভাগে আগষ্ট সংখ্যার জন্য লেখা পাঠান। অঙ্কুরীশা পত্রিকা ও আপনার অভিজ্ঞতা এই নিয়ে আপনার মুক্ত গদ্যটি আজই পাঠিয়ে দিন। ankurishapatrika@gmail.com এই মেলে ইমেল বডিতে সরাসরি টাইপ করে। মনে রাখবেন আপনার এই গুরুত্বপূর্ণ লেখাটি মুদ্রিত সংখ্যায় আত্মপ্রকাশ পারে পরবর্তী সময়ে।।


খুব ভালো লিখেছেন কবি ও লেখিকা।
উত্তরমুছুনসুন্দর মূল্যায়ন এবং যথাযথ।