রম্য কবিতা —২৪
বুদ্ধিজীবি
সুদীপ কুমার চক্রবর্তী
ঔদ্ধত্যের কথামালা কথার অপচয়
বিদ্রুপের আতিশয্যে নষ্ট চন্দ্র ময়।
মোদের মস্তিষ্ক যত গড়েছেন বিধাতা
ইঁট বলি সিমেন্টের কারুকার্যে গাঁথা।
কিছু কিছু মস্তিষ্কে ঘিলু রেখে তিনি
বুদ্ধি জিবি করেছেন আশ্চর্য ভন্ডামী।
রিক্সাওয়ালাও বুদ্ধি দিয়ে দুচাকা চালান
খানা খন্দর গর্ত থেকে ভিড় সামলান।
চাষী মাঠে চাষ করেন বীজ বুনে ধান
বুদ্ধি মেপে চাষ করে ফসল ফলান।
কালো চশমার বুদ্ধিজীবি বিখ্যাত হন
রাজ পথে দু'পা হেঁটে পকেট ভরান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন