রম্য কবিতা—১৮
পাপড়ি ভট্টাচার্য
ওরে আমার সোনা বন্ধুরে
তুই আমার পাশে থাকিস
তুই আমার ওপাশেও থাকিস
তোকে ছাড়া রাত যে আমার কাটে না রে
তোর মাথায় থুতনি রাখি রে
সারারাত যে ঘুমের মাঝে
তুই আমায় যত্নে রাখিস
স্বপ্ন দেখে চমকে উঠলে তোকেই তো জাপটে ধরি রে।
তুই কেন যে এত ভাল রে
তোর শিমুল বুকে নরম আদর
কেন যে শেষ হয় না রে
তুই তো আমার সেরা বন্ধু
রাত ঘুমের ওমে লেপের আদরে।
চুপ কথাটা বলিস নারে
নোনা জলের দাগ গুলো থাকুক না হয়
তোর অন্তরের অন্দরে।
ওরে আমার সোনা বন্ধুরে
তুই আমার পাশে থাকিস
তুই আমার ওপাশেও থাকিস
তোকে ছাড়া রাত যে আমার কাটে না রে
তোর মাথায় থুতনি রাখি রে
সারারাত যে ঘুমের মাঝে
তুই আমায় যত্নে রাখিস
স্বপ্ন দেখে চমকে উঠলে তোকেই তো জাপটে ধরি রে।
তুই কেন যে এত ভাল রে
তোর শিমুল বুকে নরম আদর
কেন যে শেষ হয় না রে
তুই তো আমার সেরা বন্ধু
রাত ঘুমের ওমে লেপের আদরে।
চুপ কথাটা বলিস নারে
নোনা জলের দাগ গুলো থাকুক না হয়
তোর অন্তরের অন্দরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন