রম্য কবিতা —২
সকল রতন পাথর
বিকাশ চন্দ
বলতে পারেন এদিক ওদিক চলছে কেমন কিসসা
সবাই বলেন ঠিক মেলাবেন যেমন মেলান হিসসা
সাধ্য সাধনায় ব্যস্ত সবাই গুনছেন কেউবা বুলেট
ছুটছে সবাই বোল ধরতাই তবুও বলছেন টু-লেট
লাভ লোকসান বোঝেন তেমন যেমন থাকে সংকেত
মিছিল মিটিং সব সামলে ভিজছে বেজায় রঙ ক্ষেত
চোখ জ্বলেনি মন ভোলেনি কী করে বোঝাই আপদ
পথে ঘাটে সবাই তো ঠিক আছেন অরণ্য হীন শ্বাপদ
পোড় খাওয়া সব মানুষগুলো আছেন কেবল তেতে
আয়না ভাই প্রাণের দোহাই দিয়েছি বুকটা পেতে---
বুকের ভেতর মুখ ঢাকে না জীবনই ঢেকেছি চিত্তে
অচল সচল সকল সত্যি দিব্যি বেঁধেছি এক বৃত্তে
সকল কথায় ঝরছে মধু বদলেছে কি দিন বিলকুল
আপদ বালাই সামলে চলো মৌ- চাক নয় ভিমরুল
কোথাও কোন পচন নেইতো নিজের জ্বালায় কাতর
অশোক সময়ে আত্মকথন হায় সকল রতন পাথর

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন