লেবেল

সোমবার, ৫ জুন, ২০২৩

আজ থেকে অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত হল।। । ।প্রতিদিন বিভাগে।। ।। জুন সংখ্যা।। ।। কবিতায় বর্তমান সময়।। আজকের কলমে— তৈমুর খান।।

 





     । ।প্রতিদিন বিভাগে।। 

        ।। জুন সংখ্যা।। 

  ।।  কবিতায় বর্তমান সময়।। 



মানুষেরা ভেসে যাচ্ছে একে একে 

তৈমুর খান



ওরা ডেকেছিল, আমি যাইনি 
সারাদিন কান্নার সমুদ্রে ঢেউ গুনছি 
মানুষেরা ভেসে যাচ্ছে একে একে 
আমিও ভেসে যাব 

সন্ধ্যার পাখি উড়ে যাচ্ছে দূরে 
ম্লান আলোয় আকাশ কোনও অপার্থিব নির্নিমেষ 
নিজের কথাও আর শুনতে পাই না নিজে 
বৃক্ষের অন্তরালে ঘুমায় স্মৃতিফুল 

আমার অন্তর বাহিরে তীব্র স্রোত 
অন্ধ এবং ভাসমান চোখ 
দেখতে দেখতে ঘুমিয়ে যেতে চায় 
কথারা তবুও কথা, অনেক অনেক পৃথিবী, অনন্ত সময়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন