কবিতায় বর্তমান সময় —২৪
ভিক্ষুক
দুর্গাদাস মিদ্যা
বস্তুত তেমন কোনো তাড়া নেই তবু
মোহময় মন বারবার উচাটন হয়,
ভিক্ষুক যেভাবে হাত পাতে তেমনি প্রতিটি
সকাল হাত পাতে সময়ের কাছে।
দাঁড়ায় না কেউ, তাকায় না চোখ তুলে
আসলে আমি তো সময়ের ভুল।
গতিহীন পৃথুল, খালি পায়ে আর কতদূর
হেঁটে যাওয়া যায়? কতদিন বেঁচে থাকা যায়
পরের দয়ায়?
ঈশ্বর কণার খোঁজে যে আছে
করুণার কতটুকু পেয়েছে সে! আমি একা
ভিক্ষুক নই জগৎ সংসার হাত পেতে আছে
তার কাছে,
তাই তিনি বিবাগী আজ
নাথহীন সমাজ পড়ে আছে সময়ের কাছে
সময়ই এখন ভিক্ষুক হয়ে আছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন